সকালের কুমিল্লা ডেস্ক।।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার উদ্যোগে বুধবার বিকাল সাড়ে ৫ টায় কুমিল্লা মডার্ন কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম সিকদার। সভায় বক্তব্য রাখেন কুমিল্লা বারের সাবেক পিপি এড গোলাম ফারুক, এড. মাসুদ সালাউদ্দিন, মহানগর আওয়ামীলীগ নেতা পাপন পাল, দঃ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মানিক খন্দকার, সদস্য খাদেম মোঃ ফিরোজ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিতা সিকদার, সাধারণ সম্পাদক আইরিন আহম্মেদ, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলসহ যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ- সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।