ঢাকাশুক্রবার , ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় চিকিৎসক পেটানোর ঘটনায় গ্রেফতার ৩ আসামী কারাগারে

Edited by_Sakib al Helal
জুলাই ২৭, ২০২১ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সকালের কুমিল্লা ডেস্ক।।

কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে (মনিপাল এএফসি হসপিটাল) করোনা আক্রান্ত রোগীর স্বজনদের হামলায় মোঃ তানভীর আকবর নামে এক চিকিৎসক আহত হয়েছেন। এসময় দুষ্কৃতকারীরা হাসপাতালেও ভাংচুর চালায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জন এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।

গ্রেফতারকৃতরা হলেন নগরীর নোয়াগাঁও এলাকার ডাঃ এম এ হোসাইনের ছেলে মোঃ মোজাম্মেল হোসাইন অয়ন, আবদুল্লাহ আল মামুন অনন্ত, আবদুল কাদের অনিক।

অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার জানান, রবিবার রাত ৯ টায় করোনা আক্রান্ত রোগীর স্বজনরা চিকিৎসক মোঃ তানভীর আকবরকে মারধর করে। এ ঘটনায় ওই চিকিৎসক বাদী হয়ে ৩ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত ৪/৫ জনের নামে কোতয়ালী থানায় মামলা দায়ের করে।

পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার পরদিন সোমবার বিকেলে নোয়াগাঁও নিজ বাড়ি থেকে আবদুল্লাহ আল মামুন অনন্তকে গ্রেফতার করে। এছাড়াও সোমবার রাতেই অভিযান চালিয়ে মামলার অপর আসামী মোজাম্মেল হোসেন অয়ন ও আবদুল কাদের অনিককে ঢাকার মগবাজার থেকে গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।