সকালের কুমিল্লা ডেস্ক।।
বর্ণাঢ্য রাজনীতিবিদ অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কুমিল্লা উত্তর জেলা শাখা।
কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার, ৫ বারের নির্বাচিত সাংসদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সরকারের প্রতিশ্রুতি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি , চান্দিনা উপজেলার মাটি ও মানুষের নেতা অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সকলকে গভীর সমবেদনা জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক বাহাউদ্দিন বাহার ও যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।