ঢাকাশুক্রবার , ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় নতুন করোনা শনাক্ত ৩০৯;মৃত্যু ১১ জন

admin
আগস্ট ১০, ২০২১ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সাকিব আল হেলাল।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৩০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭দশমিক ৯ ।
এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১জন।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন সোমবার বিকাল সাড়ে ৫ টায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,৯আগস্ট সোমবার বিকেল থেকে ১০ আগস্ট মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্তদের মধ্যে ৫৪ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।
বাকিদের মধ্যে আদর্শ সদরে ৫ জন, সদর দক্ষিণে ১১ জন, বুড়িচংয়ে ১০ জন , চান্দিনায় ৮ জন, চৌদ্দগ্রামে ২৯ জন, দেবিদ্বারে ২২ জন, দাউদকান্দি ৪ জন, লাকসামে ৭ জন, লালমাইয়ে ১০ জন, নাঙ্গলকোটে ৩৩ জন, বরুড়ায় ৩৭ জন,মনোহরগঞ্জে ১৮ জন, মেঘনায় ১৮ জন, হোমনায় ১৪ জন, তিতাসে ৯ জন, ব্রাক্ষণপাড়ায় ১৫ জন, মুরাদনগরে ৫ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন, লালমাই ও দেবিদ্বারে দুই জন করে রয়েছেন।এদিকে
আদর্শ সদরে, বুড়িচংয়ে,দাউদকান্দি,
মনোহরগঞ্জ ও মেঘনায় একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ছয়জন নারী এবং পাঁচজন পুরুষ।

জেলায় এখন পর্যন্ত ৩৫ হাজার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২৯ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩০জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ হাজার ২৬৫ হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান বলেন,জেলায় করোনা সংক্রমণের হার কমাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে এখন প্রয়োজন সমন্বিত প্রয়াস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।