সাকিব আল হেলাল।।
কুমিল্লার সদর দক্ষিন উপজেলার গোয়ালমথনের রাস্তার মাথায় ড্রামট্রাক- সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই মহিলা যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
আহত হয়েছে আরও দুইজন।আহত দুই যাত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় দ্রুত গতির একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সিএনজিকে অভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজির দুই মহিলা যাত্রী নিহত হয়।
নিহতরা হলেন,সদর দক্ষিন উপজেলার কমলপুরের বিল্লালের স্ত্রী তাসলিমা আক্তার ও চৌদ্দগ্রাম উপজেলার শাহপুরের সাহিনুল ইসলামের স্ত্রী মমতা আক্তার।
দুর্ঘটনার পর চালক ড্রামট্রাকটি নিয়ে পালিয়ে যেতে চ্রেষ্টা করলে স্থানীয়রা আটক করেন।
এ বিষয়ে সদর দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।