সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ায় নিখোঁজের একদিন পর মোসাঃ মিনহাজ (৭) নামে এক কন্যা শিশু লাঁশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় বাড়ির পাঁশের খালের পাড়ের জঙ্গলে তার লাঁশ পাওয়া যায়।
নিহত মিনহাজ বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ওড্ডা কাত্তিয়ার পাড় (শহীদ মেম্বার বাড়ি) গ্রামের গনি মিয়ার কন্যা স্বামী পরিত্যাক্তা সুফিয়া বেগমের মেয়ে।
সে মায়ের সাথে নানার বাড়ি থাকতো। মিনহাজ চান্দিনা উপজেলার এতবার পুর গ্রামের ফজলুর রহমানের মেয়ে।
পারিবারিক সূত্র জানা যায়,সে ১১ সেপ্টেম্বর বিকালে নিখোঁজ হয়েছিলো।তারপর থেকে তাকে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় নি।বুধবার সকালে তার বাড়ির পাশের খালের পাড়ের জঙ্গলে তার লাঁশ দেখে সবাই ছুটে আসে।পরে পুলিশকে খবর দিলে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিৎ পাল বলেন,আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে লাঁশের সুরতহাল তৈরি করেছি।আমরা এখনো ঘটনাস্থলে আছি।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্যারও এখানে উপস্থিত আছে।আমরা ঘটনা তদন্ত করছি। তদন্তের পর সব কিছু জানাতে পারবো”।