সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ায় মোঃ কুদ্দুছ মিয়া(২৯) নামে এক নির্মান শ্রমিক বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিহত হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় দালানের ছাদের কাজ করতে গিয়ে অসাবধানতা বশতঃ বিদ্যুতের লাইনে লেগে গিয় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সে আড্ডা এলাকার রাজমিস্ত্রি শাহীনের সাথে কাজ করতো।
নিহত কুদ্দুছের বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের আড্ডা দঃবাজার জগৎপুর সিএনজি স্টেশনের সাথে দালানের ছাদ নির্মানের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
এ বিষয়টি আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে বলেন,দালানের ছাদের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছেলেটি মারা গেছে।খবর পেয়ে পুলিশ লাঁশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে “।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।