ঢাকাসোমবার , ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

সদরের আমতলী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান; মাদক উদ্ধারসহ আটক-২

Edited by_Sakib al Helal
সেপ্টেম্বর ২২, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক।।
গোপন সংবাদের কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ২২ শে সেপ্টেম্বর বিকেল ৫ টায় কুমিল্লা জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্তের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলী পশ্চিমপাড়া মাদক কারবারি আনোয়ার হোসেনের বাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি আনোয়ার হোসেনের ছেলে আকতারুজ্জামান মিলন ও স্ত্রী সূর্যবান বেগম নামে মা ছেলে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় বাড়ির বিভিন্ন স্থানে কৌশলে লুকিয়ে রাখা তাদের দেখানো স্থান থেকে ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত মা ও ছেলে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে৷
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে টাস্কফোর্স অভিযানে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ বাহিনীর সদস্য, এনএসআই এর সদস্যরা অংশগ্রহণ করেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।