সকালের কুমিল্লা ডেস্ক।।
দেবীদ্বারে আফগান নারীদের প্রতি অমানবিক আচরণ ও নারী নির্যাতন বন্ধ, রাষ্ট্রের সর্বক্ষেত্রে নারীদের সমধিকার প্রতিষ্ঠার দাবীতে মানব বন্ধন করেছে ‚মিহীন সংগঠন।
শনিবার সকাল ১০টায় উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজারে বেসরককারী সংগঠন ‘নিজেরা করি’ সংস্থার তত্বাবধানে ভ‚মিহীন সংগঠনের উদ্যোগে ওই মানব বন্ধনের আয়োজন করা হয়। মানব বন্ধন চলাকালে ভারতের নারীবাদী কর্মী, লেখক, সমাজ বিজ্ঞানী কমলাভাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
আফগান নারীদের সংগ্রামের সাথে আছি এবং থাকব’ এ শ্লোগানকে সামনে রেখে মানব বন্ধন চলাকালে ভ‚মিহীন নেতা রোকেয়া বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভ‚মিহীন নেতা মোঃ বাতেন সরকার, কানন রানী, রেহানা বেগম, জয়ন্তী রানী, হাজেরা বেগম প্রমূখ। এসময় আন্দোলনকারীদের দাবীর সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সভাপতি কমরেড আবুল বাশার।