মোঃ জামাল উদ্দিন দুলাল।।
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা ১২নং ভানী ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে শনিবার বেলা ১১টায় ইউনিয়ন আওয়ামীলীগ দর্লীয় কার্যালয়ে বধিত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আয়োজিত অনুষ্ঠানে ইউপি ছাত্রলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু হানিফ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সহ-সভাপতি খাইরুম ইসলাম। এসময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. শাহজালাল হাজারী, ইউপি সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আবুল বাসার, কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন, সহ-সভাপতি বাতেন, ইউপি ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক উজ্জল সরকার, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফয়েজ আহমেদ আবির, রাশেদ ভূঁইয়া,কামরুল হাসান পলাশ, মিনাজ আহমেদ রুবেল, মো. জুয়েল আহমেদ, মো. মনির হোসেন, আলামিন, সালমান খান সহ ভানী ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেত্রীবৃন্দ।
এসময় উপস্থিত বক্তারা বলেন, আগামী দিনে বঙ্গবন্ধুর কণ্যা জন নেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তি শালী করতে প্রতিটি ওয়ার্ডে গিয়ে উন্নয়নের কথা বলতে হবে। বক্তরা আরো বলেন, বঙ্গবন্ধু হাতে গড়া সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, আর বঙ্গবন্ধুর আর্দশকে বুকে লালন করে দলকে সু-সংগঠিত করতে হবে। পরে দোয়া মাহফিল শেষে মোনাজাত করা হয়।