মোঃ শরীফ উদ্দিন,বরুড়া।।
কুমিল্লার বরুড়ায় নাফসি জাহানের অপারেশন জটিলতায় গৃহিত মামলা নিষ্পত্তির বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ অক্টোবর শুক্রবার রাত ৮টায় বরুড়া বাজারের গনিমিয়া সড়কে বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন মিহিরের রাজনৈতিক কার্য্যালয়ে নাফসি জাহানের ভাই তানজিদ সফি অন্তর ডাক্তার মোঃ ইকবাল হোসেন ও ফেয়ার হসপিটালের বিরুদ্ধে গৃহিত মামলার নিষ্পত্তি প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করেন। তার লিখিত বক্তব্যে বলেন গত বছর ১৩ এপ্রিল আমার বোন নাফসি জাহানের অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয় বরুড়া ফেয়ার হসপিটালে, অপারেশনের সময় দূর্ঘটনা বসত ওর পেটে গজ রেখে সেলাই করা হয়। পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে দীর্ঘ দেড় মাস চিকিৎসা করানো হয়। সর্বশেষ গত জানুয়ারীতে ঢাকা শমরিতা হসপিটালে আরও একটি অপারেশনের পর সুস্থ হয়ে বাসায় ফিরে। নাফসির সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কোন সুরাহা না পেয়ে আমরা আদালতের দ্বারস্থ হই। বিভিন্ন সময় বিভিন্ন কারনে আমাদের পরিবার ও ডাক্তার মোঃ ইকবাল হোসেন এর সাথে দূরত্ব সৃষ্টি হয়। যার কারনে মুলত আইন আদালত এবং প্রতিবাদ সমাবেশ হয়। আমি ধন্যবাদ জানাই কুমিল্লা ০৮ আসনের মাননীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল, বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি সড়ক পরিবহন ও মহা সড়ক বিভাগের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম সহ বরুড়ার গন্যমান্য ও সুধী জনদের, যাদের প্রচেষ্টায় ডাক্তার মোঃ ইকবাল হোসেন এবং আমার পরিবারের মধ্যে সৃষ্ট সমস্যার সমাধান হয়। ডাক্তার মোঃ ইকবাল হোসেন নিজে আমার বোনের চিকিৎসার ব্যায় ভারের দায়িত্ব নিয়ে মহত্ত্ব ও উদারতার পরিচয় দেন। এমতাবস্থায় আমি আমার অভিযোগ প্রত্যাহার করে নেই।