ঢাকাশুক্রবার , ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

“আসন্ন ইউপি নির্বাচন থেকে সকল নির্বাচনে চান্দিনার প্রতিটি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবো”_____ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, এমপি

Edited by_Sakib al Helal
অক্টোবর ১৬, ২০২১ ৭:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সকালের কুমিল্লা ডেস্ক।।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সদ্য নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সকল নির্বাচনে চান্দিনার প্রতিটি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবো’।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার ফাঐ উচ্চ বিদ্যালয় মাঠে মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ বিশাল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওই কথা বলেন।

স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল আরও বলেন, চান্দিনার গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুধুমাত্র দুইটি ইউনিয়ন ব্যতিত কোন ইউনিয়নে সুষ্ঠু ভোট সম্পন্ন হয়নি। এ বছর ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে একজন ব্যক্তি একটি ভোট প্রদান করতেন পারবেন। এমপি’র এক ভোট, জনপ্রতিনিধি, চাকুরীজীবি, শ্রমিক, কৃষক প্রত্যেকেই তার নিজ নিজ ভোট প্রদান করতে পারবেন। কারও ভোট কেউ দিতে পারবে না।

চান্দিনা উপজেলা কৃষক লীগের সভাপতি ও মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.শাহ্ সেলিম প্রধান এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, জেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, উপজেলা কৃষকলীগ আইন বিষয়ক সম্পাদক এড. শাহজালাল মিঞা শিপন, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কুমিল্লা উত্তর জেলা সভাপতি মনির খন্দকার, বীর মুক্তিযোদ্ধা নজির মেম্বার, জালাল মেম্বার।

সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ অবসরপ্রাপ্ত পুলিশ সুপার খলিলুর রহমান ভূইয়া, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন চেয়ারম্যান, ব্যবসায়ী শামীম হোসেন, উপজেলা কৃষকলীগ সহ-সভাপতি আবুল কালাম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাবেক সভাপতি আবু ইউসুফ, উপজেলা কৃষকলীগ সদস্য বোরহান উদ্দিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।