—— মুহাম্মদ সোহেল রানা———
**** **** **** **** **** ****
কথায় কথায় লাঠি নেবে,
পরের বাড়ি আগুন দেবে,
এই কি তোমার ধর্ম?
ঠিক হলনা কর্ম।
নিরীহকে মারার দায়ে,
কলংক টা মাখলে গায়ে,
জ্বলছে ক্ষোভে চর্ম।
এই কি তোমার ধর্ম?
কে ভেঙ্গেছে ধর্ম নীতি,
কে ছড়ালো ভয় ভীতি,
মারছো তুমি কারে?
পাচ্ছো কাছে যারে?
পথটা গেছ ভুলে,
দেখ কিতাব খুলে,
বুঝবে সঠিক মর্ম।
এই কি তোমার ধর্ম?
রাত দুপুরে কর্ম করে,
বদজাতরা গেছে সরে,
কে নেবে এর দায়?
হায়রে পরাণ হায়!
পায়ের রক্ত মাথায় উঠে,
আমজনতা যায় যে ছুটে,
হাতে লাঠি বর্ম।
এই কি তোমার ধর্ম?
আমার নবী নিষেধ করে,
আগুন দিতে পরের ঘরে,
যাচাই করে দেখ।
নবীর কাছে শেখ।
দয়াল নবীর উম্মত কেন,
কাজ করবে যেনোতেনো,
বৃথা ঝরাও ঘর্ম।
এই কি তোমার ধর্ম?
**** **** **** ****
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।