ঢাকারবিবার , ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে পানি ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

Edited by_Sakib al Helal
অক্টোবর ২৪, ২০২১ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

সাকিব আল হেলাল।।

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার(২৪ অক্টোবর) সন্ধ্যার পর বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শিশু দুটি চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামের জাবেদের ছেলে ফারিয়ান হোসেন (দেড় বছর) ও জাবেদের ভাগিনা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের প্রবাসী রাব্বী মিয়ার ছেলে তানিম(২)।
ফারিয়ান হোসেন ও তামিম হোসেন সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই হয়।

পারিবারিক সূত্রে জানা যায়,
গত ২০ দিন আগে তামিম হোসেন নানার বাড়িতে বেড়াতে আসে। রোববার দুপুরের পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করার পরে সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে দুই শিশুর লাঁশ ভেসে উঠে। পরে তাদেরকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুইজনকেই মৃত ঘোষণা করে।

তামিমের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আমার একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছি। শ্বশুড় বাড়িতে এখন কি জবাব দিবো?

স্থানীয় ইউপি সদস্য কাজী আলমগীর হোসেন জানান, দুপুরের পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা বিভিন্ন দিকে তাদেরকে খোঁজাখুজি করি। বিকেলে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভেসে উঠে”।

শ্রীপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজালাল মজুমদার জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে “।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।