ঢাকাশনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবি ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন আবুল বাসার খান

Edited by_Sakib al Helal
মার্চ ২০, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

সাকিব আল হেলাল।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের(এফবিএ) নতুন ডিনের দায়িত্ব পেলেন ইকোনমিক এন্ড সোসিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবুল বাশার খান।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিশ্ববিদ্যালয়ের আইনের ২৩( ৫) মোতাবেক অনুষদের সিনিয়র প্রফেসর আবুল বাশার খান কে দায়িত্ব প্রদান করেন।

গত শনিবার( ১৯ মার্চ) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন কার্যালয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ডিন প্রফেসর বদিউজ্জামাল, সদ্য বিদায়ী ডিন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস এর চেয়ারম্যান, প্রফেসর মোঃ জাকির হোসেন, প্রফেসর ড. মোঃ তাকিবুর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নুর নবী, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইমরানুল ইসলাম
সহ অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রফেসর বদিউজ্জামাল এর সভাপতিত্বে সদ্য বিদায়ী ডিন প্রফেসর মোঃ জাকির হোসেন এর নিকট থেকে প্রফেসর আবুল বাশার খান দায়িত্ব গ্রহণ করেন। এসময় অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ফুল দিয়ে নতুন ডিনকে ফুল দিয়ে বরণ করে নেন।

নতুন ডিন প্রফেসর আবুল বাশার খান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে ধন্যবাদ জানিয়ে বলেন,”সকল শিক্ষক শিক্ষার্থী অংশ গ্রহণে শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন, অনুষদ থেকে জার্নাল প্রকাশ, ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়ন, শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি,ল্যাংগুয়েজ কাম আইটি ল্যাবকে উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। এছাড়াও
ক্রীড়া ও সংস্কৃতি সহ সকল সহশিক্ষা কার্যক্রমের উন্নয়ন, এ্যালামনাইদের যুক্ত করে অনুষদের সকল শিক্ষক শিক্ষার্থীর তথ্য এ্যাপস তৈরিসহ অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ সমূহ বাস্তবায়ন করবো।”

অনুষদের বিদায়ী ডিন প্রফেসর মোঃ জাকির হোসেন বলেন,”চলমান উন্নয়ন অব্যাহত রাখা সহ ভবিষ্যতে সকল কাজে সহযোগিতা করবো।

সভাপতির বক্তব্যে অনুষদের সিনিয়র প্রফেসর বদিউজ্জামাল বলেন,”নতুন ডিনের নেতৃত্বে সকলের অংশগ্রহন ও স্বতঃস্ফূর্ততায় অনুষদের উন্নয়নের ধারা বেগবান হবে। “

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বশেষ