এইচ.এম.তামীম আহাম্মেদ।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার সু- পরিচিত মানবিক সংগঠন “কালির বাজার ব্লাড ব্যাংকের উদ্যাগে আজ ১৬ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ৯ টায় কোটবাড়ি কালির বাজার রাস্তার দু পাশে তালের চাড়া রোপন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন; কুমিল্লার জনপ্রিয় প্রিন্ট পত্রিকা রুপসী বাংলার সিনিয়র সাংবাদিক এমএইচ মনির হোসেন, কালির বাজার মডেল হাসপাতালের পরিচালক এবং অত্র সংগঠনের সহ- সভাপতি লিটন দেবনাথ, সহ- সভাপতি লায়ন মোঃ জাকারিয়া অত্র সংগঠনের আরেকজন সহ- সভাপতি মোঃ মীর আহাম্মেদ খান, আরও উপস্থিত ছিলেন ;সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল হাসান, ছাত্রলীগ নেতা ও সহ -সভাপতি মোঃ মাসুম বিল্লাল, ছাত্রলীগ নেতা এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ মেহেরাব হাসান অপি, মোঃ অলিউল্লাহ সহ অন্যান্য সেচ্ছাসেবী নেতৃবৃন্দরা৷
তালের বীচ রোপনকালে বক্তারা বলেন, বিজ্ঞান সম্মত বিশ্লেষনে বজ্রপাত রোদে আমরা এ বীচ রোপন করছি, তাছাড়াও অন্যান্য সকল প্রকার সমসাময়িক মানবিক কাজে সর্বদায় ঐক্যবদ্ধ হয়ে কাজ চলমান রাখব “ইনশাআল্লাহ”