সকালের কুমিল্লা ডেস্ক।।
বিপিএলের নবম আসরে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে রংপুর রাইডার্স। কুমিল্লাকে৩৪ রানে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচ রাঙিয়ে মাঠ ছাড়ল নুরুল হাসান সোহানের দল।
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই ১৪২ রান অলআউট হয়ে যায় কুমিল্লা।
ব্যাট হাতে কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। এছাড়া সৈকত আলি ১৬, মোসাদ্দেক হোসেন ১৫ রান করেন।
বলহাতে রংপুরের হয়ে ৩ উইকেট শিকার করছেন হাসান মাহমুদ। এছাড়া ২ উইকেট করে শিকার করছেন সিকান্দার রাজা এবং রবিউল হক।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রংপুরের ওপেনার রনি তালুকদারের ঝড়ো ব্যাটিংয়ে বিশাল সংগ্রহ করে দলটি। ৩১ বলে ৬৭ রান করে রনি ফেরার পর শোয়েব মালিক এবং নাইম শেখ বড় সংগ্রহের দিকে নিয়ে রংপুরকে নিয়ে যায়। তবে নাইম ২৯ এবং মালিক ৩৩ রান করে আউট হলে শেষ দিকে সোহানের ১৯ রানে ১৭৬ রানের বড় সংগ্রহ পায় রংপুর।
বল হাতে কুমিল্লার হয়ে মুস্তাফিজুর রহমান, খুশদীল শাহ, ফজল হক ফারুকী এবং মোসাদ্দেক হোসেন ১ টি করে উইকেট শিকার করেছেন।