ঢাকারবিবার , ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত

Edited by_Sakib Al Helal
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সাকিব আল হেলাল।।
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়কে কাভার্ডভ্যান চাপায় মিরসরাইয়ের পিকআপ মালিক আব্দুল মোতালেব রিপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় মো. আমির হোসেন নামের পিকআপচালক গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাবুছি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মোতালেব (রিপন) মিরসরাই সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া এলাকার জয়নাল সওদাগর বাড়ির জয়নাল সওদাগরের পুত্র।
তবে আহত গাড়ির চালক।
সে এক সন্তানের জনক।
গাড়ি চালক আমিরের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা অভি রায় বলেন, রিপনের মালিকানাধীন পিকআপটি কুমিল্লায় মাটি ভরাটের কাজে নিয়োজিত ছিল। মঙ্গলবার সকালে মাটি নিয়ে যাওয়ার পথে একটি কাভার্ড ভ্যান পেছন দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক এবং রিপন দুইজনেই গুরুতর আহত হয়।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুমিল্লা সদরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক রিপনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য ছলিম উদ্দিন বলেন, জয়নাল সওদাগরের ৪ সন্তানের মধ্যে রিপন সবার বড়। ছোটবেলা থেকে বাবার সঙ্গে পরিশ্রম করে ছোট ভাই-বোনদের মানুষ করেছিল। পরিবারের বড় ছেলেকে হারিয়ে বাবা-মা নির্বাক। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় পিকআপচালক মো. আমির আহত হয়েছেন। সে কুমিল্লায় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।