ঢাকাসোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে পারিবারিক কলহের জের ধরে প্রবাসীর স্ত্রী নিজ কন্যা শিশুকে হত্যার পর নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Edited by_Sakib Al Helal
জুন ৮, ২০২৩ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সাকিব আল হেলাল।।
কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক কলহের জের ধরে হাজেরা আক্তার(৪) নামের নিজ কন্যা শিশুকে হত্যা করে নিজের গলায় ফাঁস দিয়ে মোসাঃ জান্নাত নামের সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার(৮ মে) সকালে ঘরের দরজা ভেঙ্গে মা মেয়ের লাঁশ উদ্ধার করে পুলিশ।

মৃত জান্নাত বেগম ও হাজেরা আক্তার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর(মাঝি বাড়ি)’র সিঙ্গাপুর প্রবাসী আবুল কালামের স্ত্রী ও কণ্যা সন্তান। হাজেরা আবুল কালামের একমাত্র কণ্যা সন্তান।

পুলিশ সূত্রে জানা যায়,প্রথমে নিজের সন্তানকে গলায় তার পেঁচিয়ে হত্যা করে। পরে জান্নাত বেগম নিজে সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে আত্মাহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।তবে কি কারণে আত্মহত্যা করেছে এই বিষয়ে তথ্য সংগ্রহ চলছে”।

স্থানীয়দের ধারনা পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে।

প্রবাসী কালামের পিতা মোঃ শাহজাহান বলেন, আমি সকালে কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলাম। ভাত খাওয়ার জন্য বাড়িতে আসলে শুনি আমার ছেলের বউ দরজা খুলছে না।অনেক ডাকাডাকি করার পর দরজা না খুলায়। দরজা ভেঙ্গে ঝুঁলন্ত অবস্থা দেখে আমি আমাদের মেম্বার আবদুল হককে ফোন করি।

ইউপি সদস্য আবদুল হক বলেন, আমি এসে স্হানীয় চেয়ারম্যান হাজী আবু তাহেরকে বিষয়টি অবগত করি এবং বুড়িচং থানায় অবগত করলে পুলিশ এসে সুরতহাল তৈরি করে লাঁশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসাঈল হোসেন বলেন,আমি খবর পেয়ে ফোর্স পাঠিয়েছি।তারা লাঁশের সুরতহাল তৈরি করে থানায় নিয়ে এসেছে।ময়না তদন্তের জন্য কুমেকে পাঠানো প্রক্রিয়াধীন”।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।