এমডি. আজিজুর রহমান, বরুড়া।।
বরুড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। আজ সোমবার (০৭ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা হলরুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহীন হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফ জানান, বরুড়ায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ১ম, ২য়,৩য়,৪র্থ পর্যায়ে ৩৭৭ টি ঘর বিতরন করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।