ঢাকামঙ্গলবার , ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় চাঞ্চল্যকর ইপিজেড কর্মকর্তা বাশার হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Edited by_Sakib al Helal
মে ৭, ২০২১ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

এন.সি জুয়েল।।
কুমিল্লা নগরীর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড এর সিং সাং সু কোম্পানির কর্মকর্তা খায়রুল বাশার খুনের ঘটনায় প্রধান আসামী মোঃ মহিউদ্দিন (২১) কে আটক করেছে র‌্যাব। শুক্রবার(৭মে) ভোররাতে নগরীর পদুয়ার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

শুক্রবার বেলা ১২ টায় কুমিল্লা র‌্যাব ১১ এর কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, গত শুক্রবার (৩০ এপ্রিল) খুন হওয়া খায়রুল বাশারের মামলাটি ছায়া তদন্তে নামে র‌্যাব। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি খুনের মূল হোতা মোঃ মহিউদ্দিন (২১)ভারতে পালিয়ে যাওয়ার জন্য পদুয়ার বাজারে অবস্থান করে। এ সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করে।
আটক মোঃ মহিউদ্দিন নগরীর দক্ষিণ চর্থা এলাকার মৃত আবদুল হকের ছেলে।
র‌্যাব আরো জানায়, ঘটনার দিন ৭/৮ জন হত্যায় অংশ নেয়। যার মধ্য মোটরবাইক থেকে নেমে প্রথমে ছুরি দিয়ে পায়ে আঘাত করে। পরে অন্যরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে।
র‌্যাব কমান্ডার তালুকদার নাজমুস সাকিব জানান, আমরা আসামী মহিউদ্দিনকে বেলা সাড়ে ১২ টায় ডিবি কার্যালায়ে প্রেরণ করেছি। কুমিল্লা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ারুল আজিম জানান, আমরা আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছি।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় খায়রুল বাশার অফিস থেকে বাড়ী ফেরার পথে ইপিজেডের সামনে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা গুরুত্বর আহত খায়রুল বাশারকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।