ঢাকাসোমবার , ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার চান্দিনায় ৩ মহিলাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

Edited by_Sakib al Helal
জুন ৫, ২০২১ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সকালের কুমিল্লা ডেস্ক।।

কুমিল্লার চান্দিনায় পৃথক অভিযানে ৩ মহিলা মাদক ব্যবসায়ীসহ মোট ৫ জনকে আটক করে চান্দিনা থানা পুলিশ।

শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় চান্দিনা থানার এসআই মো. আবদুস সুলতানের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেলাশ্বর পূর্বাশা পেট্রোল পাম্পের সামনে থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ আব্দুল হামিদ (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে চান্দিনা উপজেলার হাসিমপুর গ্রামের আব্দুল হকের ছেলে।

একই দিন দুপুরে চান্দিনা থানার এসআই মো. আবদুস সুলতানের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কাঠেরপুল এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ ৩ জন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রাজধানীর জনতা হাউজিং এর বাবুল মিয়ার স্ত্রী জেসমিন ওরফে বৃষ্টি (২৭), শনির আখড়ার ইমরান হোসেন বাপ্পির স্ত্রী সুবর্ণা (২৫) এবং মো. রানার স্ত্রী পুতুল (২৬)।

এর আগে বুধবার চান্দিনা থানার এসআই মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ কালা মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। সে কুমিল্লা সদর দক্ষিণের শরিফপুর গ্রামের আব্দুস সামাদ ওরফে সমু মিয়ার ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৫জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।