ঢাকাবৃহস্পতিবার , ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে মাদকসেবীদের আস্তানা এখন সাংবাদিকদের আড্ডাস্থল

admin
সেপ্টেম্বর ২৭, ২০২১ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

কামাল হোসেন নয়ন,চৌদ্দগ্রাম।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরে কয়েক যুগ ধরে পরিত্যক্ত থাকার কারণে মাদকসেবি ও অপরাধীদের নিরাপদ স্থানে পরিণত হয়েছিল স্বাস্থ্য বিভাগের একটি ঘর। লোকচক্ষুর অন্তরালে নিরাপদে মাদক সেবন ও ক্রয় বিক্রয়ের নিরাপদ স্থান ছিল এ ঘর। ঘরের চতুর্পাশে ময়লা আবর্জনার স্তূপ থাকার কারণে সাধারণ মানুষ ও আইন শৃঙ্খলা বাহিনীর যাতায়াত তেমন ছিল না। ফলে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার চিহ্নিত মাদকসেবী ও অপরাধীদের নিয়মিত যাতায়াত ছিল এ ঘরে। বখাটে ও মাদকসেবীদের উৎপাতের কারণে ওই ঘরের আশপাশের সাধারণ মানুষ অতিষ্ঠ ও আতঙ্কিত ছিলেন। ওই ঘরের পাশেই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের আবাসিক ভবন থাকলেও মাদকসেবীদের উৎপাতের কারণে তিনি উক্ত ভবনে তেমন আসতেন না।
ওই এলাকার চা দোকানদার সিরাজ মিয়া, বাজারের ব্যবসায়ী নকুল সাহা, জহির আহমেদ, কাউন্সিলর কাজী বাবুল, বেলাল আহমেদ, সৈয়দ আহমেদসহ অসংখ্য ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জানান, গত ৩০/৩৫ বছর ধরে এ ঘরটি পরিত্যক্ত দেখতেছি। এভাবে পরিত্যক্ত থাকার কারণে ঘরের আশপাশে বিভিন্ন আগাছা জন্মে বনজঙ্গলে পরিণত হয়ে যায়। অন্ধকারাচ্ছন্ন এ ঘরটিতে বসেই এলাকার চিহ্নিত বখাটে যুবককেরা নিরাপদে মাদক সেবন ও ক্রয়-বিক্রয় করে আসছিল। স্থানীয় সাংবাদিকরা পরিত্যক্ত এ ঘরটিতে অবস্থান করায় মাদকসেবিদের আড্ডা বন্ধ হয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী সাংবাদিকদের সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন স্বাস্থ্য কমপ্লেক্সের ভূমি স্বর্তেও ময়লা আবর্জনার স্তূপ থাকার কারণে দুর্গন্ধে ও মাদকসেবীদের ভয়ে সেখানে তেমন যাওয়া হয় না। স্থানীয় সাংবাদিকরা পরিত্যক্ত ঘরটিতে অবস্থান করায় আশপাশ এখন আলোকিত হয়েছে। আমাদেরও ওইখানে যেতে কোন দুর্ভোগ পোহাতে হবে না।
চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল জলিল রিপন বলেন, স্বাস্থ্য বিভাগের এ জায়গা ও ঘরটিতে কোন কর্মকাণ্ড ছিল না। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকার কারণে ওই এলাকায় আগাছা জন্মে বনজঙ্গলে পরিণত হয়েছে। এছাড়া মাদকসেবি ও বখাটেদের নিরাপদ আড্ডাস্থল ছিল এ ঘর। স্থানীয় সাংবাদিকরা ওই ঘরে অবস্থান নেওয়ায় আজকে ঘরসহ পরিত্যক্ত জায়গাটি আলোকিত হয়েছে।
মাদকসেবিদের আস্তানা গুড়িয়ে স্থানীয় সাংবাদিকরা অবস্থান করায় অভিনন্দন জানিয়েছেন সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।