ঢাকাবুধবার , ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

রাসূল সাঃ মক্কী জীবন ও ইতিহাস। আজকের পবিত্র জুমার খুতবা ইনশাআল্লাহ।

Edited by_Sakib al Helal
জুন ২৫, ২০২১ ৬:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

 

হাফেজ মোঃ নূর হোসেন,ফেনী।।

মক্কার ঘরে ঘরে তিনি আলামীন
মদীনায় যার স্মৃতি আজো অমলিন
কথা কাজে অমায়িক ছিলেন নবী
জীবন্ত কুরআনের প্রতিচ্ছবি।

মহা গ্রন্থ সংবিধান,,
১) সূরা ইমরান আয়াত ৯৬
২)সূরা বাকারা আয়াত ১২৬
৩) সূরা বালাদ আয়াত ১-৩
৪) সূরা তীন আয়াত ৩
৫) সূরা মুজ্জামিল আয়াত ১১,১৫,১৬
৬) সূরা আস সাজদা আয়াত ২৬
৭) সূরা তাওবা আয়াত ১২৮
৮) সূরা বাকারা আয়াত ৩৬-৩৮
৯) সূরা ফুরকন আয়াত ২৭
তাফসীর হিসাবে সহায়ক বেশী বেশী করে পড়ুন দেখুন, তাফসীর ইবনে কাসীর,তাফসীর জালালাইন,তাফসীরে নুরুল কুরআন, তাইসীরে তাফহীমূল কুরআন।

প্রিয়বাণী প্রিয়মণিমুক্তা,,
১) হযরত আবু হুরায়রা রাঃ হতে বর্ণিত তিনি বলেন, নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই মহান আল্লাহর শপথ, যার মুষ্ঠির মধ্যে মুহাম্মদের প্রাণ,এই উম্মতের মধ্যে যে লোক আমার সম্পর্কে শুনতে ও জানতে পারবে।সে ইয়াহুদী হোক কিংবা নাসারা হোক,আর আমি যে দ্বীনসহ প্রেরিত হয়েছি তার প্রতি ঈমান না এনেই মৃত্যু মুখে পতিত হবে সে নিশ্চয়ই জাহান্নামের অধিবাসী হবে।মুসনাদে আহমদ।

২) উবাদাহ ইবনে সামিত হতে বর্ণিত। তিনি বলেন,আমি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে ব্যক্তি সাক্ষ্য দিলেন যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এবং হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্যে আল্লাহ দোযখের আগুন হারাম করে দেবেন।মুসলিম।

৩) আব্দুল্লাহ ইবনে আমর রাঃ হতে বর্ণিত তিনি বলেন, রাসূলে কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,তোমাদের মধ্যে কেউ আকাংখিত মানের মুমিন হতে পারবেনা যতক্ষণ না সে নিজের প্রবৃত্তিকে আনীত বিধানের অধীন করে।শারহে সুন্নাহ।

সংক্ষিপ্ত কিছু ইতিহাস,,
১) মক্কার পূর্বের নাম ছিল বাক্কা যার অর্থ প্রাচীন শহর,,,
২) হযরত বাব আদম আঃ জান্নাত থেকে আল্লাহ পাক মক্কার ভূখণ্ডে ফেললে আর হযরত মা হাওয়া আঃ ফেলেলন শ্রীলংকায়,,,
৩) মক্কার ভিত্তি স্থাপিত করেন জাতির পিতা ইব্রাহিম আঃ আর অনুগত সন্তান ইসমাঈল আঃ তাদের অবারিত চেষ্টা প্রচেষ্টা ফসল হলো পবিত্র মক্কা নগরী,,,
৪) সবচেয়ে বেশী পরীক্ষিকৃত নবী ইব্রাহিম আঃ দোয়ার ফলে ২ হাজার ৫ শত বছর মক্কা নগরী শান্তি নিরাপত্তার চাদুরে ঢাকা ছিলো,,,
৫) হাজেরা ও ইসমাঈল আঃ প্রথম মক্কা নগরীর আবাদ শুরু করেন,,,,
৬) মক্কাতে বহু নির্শন রয়েছে যথা গুনাহ ঝরার,বিশেষ রহমত ধারা অবস্থিত, যেমন বায়তুল্লাহ,হাজরে আসওয়াদ,জমজমকুফ,রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক,হেরাগুহায়,সাফামারওয়া,আরো বহু নির্দশন,
৭) হাজরে আসওয়াদ চুমু খেলে জীবনের সমস্ত গুনা মুচে যায়,,,
৮) আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে দৈনিক ১০০ টি রহমত বর্ষণ করেন তার মধ্যে ৮০ টি রহমত মক্কা বাসির জন্য বাকী ২০ টি সারা বিশ্ববাসীর জন্য,,,
৯) মক্কা হলো পৃথিবীর কেন্দ্রভূমি আর মুসলমানের কাবা,,,
১০) মক্কা নগরী হলো আল্লাহ পাকের বিশেষ নগরী,,,
১১) আল্লাহ পাকের বিশেষ রহমত খানাকাবা,কিয়ামত পর্যন্ত কেউ ধ্বংস করতে পারবেনা,,,
১২) রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিব দোয়া করেছেন হে কাবার মালিক তুমি হাতিওয়ালাবাহিনী থেকে তোমার ঘরকে রক্ষা কর,,,
১৩) উলঙ্গ হয়ে তাওয়াফ,বেহায়াপনা কাবার ধারে,অবমাননা কর সকল কাজ করতো ইসলামের দুষমনরা,,,
১৪) রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ৫৭০ সাল ১২ রবিআউয়াল ধুলির ধরা সকল অন্ধকার দূর হলো,,,
১৫) ৪০ বছর ১১ দিন পর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর বিশেষ নেয়ামত সংবিধান আল কুরআন নাযিল হয়ে ৬১০ সাল মানবতার কল্যানে,,,
১৬) ৬১০ থেকে ৬১৩ সাল তিন বছর গোপনে দাওয়াতী কাজে আন্জাম দেন, ৬১৪ সাল প্রকাশ্যে দাওয়াত শুরু আলামিনের খেতাব বাতিল হয়,,,
১৭) ৫৩ বছর মক্কা নগরীতে ছিলেন খুব অল্পসংখ্যক লোক কালেমার ছায়াতলে আসেন ৭৩ জন,,,
১৮) নির্যাতনে সর্বোচ্চ রুলার চালালো,শিয়াবে আবিতালিবে ৫ বছর বন্ধি,কোন ধরনের খাবার নেই খাচের পাতা খেয়েছেন, ছাগলের বুড়ির মতন পায়খানা হতো অকথ্য নির্যাতন চালান ঈমান আনায়নকারীদের উপর,,,
১৯) সাহাবীদের উপর স্টিমরুলার চালালো একপলকের জন্যে সরেননি ঈমান নামক বড় নোয়ামত থেকে,থাব্বড় মারলো পাথর মারলো ফাঁসি দিলো, জুতা মারলো ভয়াবহ বিভীষিকাময় নির্যাতন করলো যেমন বেলাল রাঃ খাব্বব রাঃ সাঈদ রাঃ আবু বকর রাঃ বড় বড় সাগাবীদের উপর আক্রমণ করেন,,,
২০) আকাবায় শপথ নেন তিন স্থরে ১ ম স্থরে ১২ বায়াত নেন, শেষ স্থরে ৭৩ বায়াত নেন,,,
২১) ৫৩ বছরে নিজের আত্মীয় স্বজন পরিবারজন চিনলোনা। ১৩ বছর আল্লাহ পাকের কুরআন থেকে দাওয়াত দেয়ার পরেও বুঝেনে প্রিয়হাবীব প্রিয়নবীকে, হতভাগা জাহান্নীর সে নরক গুলো, শেষ সিন্ধান্ত নিলো নবী আকরাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করবে নাউযুবিল্লাহ ১১ জন মক্কার গডফাদার শয়তানরা, আল্লাহ পাকের অশেষ কুদরতে খাটি আলী রাঃ শুয়ে ৬২২ সালে আবু বকর রাঃ কে সঙ্গে করে রওনা হলে মদীনার দিকে,,,,

২২) হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসুনি তুমি আপন ঘরে
দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে
হে রাসূল তোমাকে ভুলি আমি
কেমন করে ২।
খেয়েনা খেয়ে দ্বীন প্রচারের কাজে
নিজেকে দিয়েছো বিলিয়ে
তায়েফের কাফেরেরা চিনলোনা
এই আলো দুষ্ট ছেলেদের পিচু
দিলো লেলিয়ে২
পাথরের আঘাতে ঘত বিক্ষত হয়
সারাশরীল থেকে রক্তঝরে
হে রাসূল তোমাকো ভূলি আমি
কেমন করে২।।
হেরার গুহায় তোমারী ধ্যান
আসমান থেকে নামে
আল কুরআন।
ভাঙলো সবার ভূল তোমারী পরে
আসলো কুরআনের ছায়াতলে
খালিদ উমর আলী আবু বকর
ইসলামী ঝান্ডা নিলো যে তুলে
আল আমিন তুমি ছিলে সদা
সকল মানুষেরী তরে
হে রাসূল তোমাকে ভূলি আমি
কেমন করে ২।।।

কোন ভুল পেলে অনুগ্রহপূর্বক ইনবক্সে করবেন
দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে
আল্লাহ পাক আমাদের সকল দ্বীনের জন্য
কবুল করুক।আমিন সুম্মা আমিন।

বেশী বেশী অপর দ্বীনি ভাইকে জানার
সুযোগ করে দেন শেয়ারের মাধ্যমে।

সকল আলোচনা পেতে সাবস্ক্রাইব করে
সাথে থাকুন প্রিয়দ্বীন প্রেমিক ভাই বোনােরা
লিংক H MD ALOCHONA।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।