ঢাকাবুধবার , ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

গীবত আর সমালোচনাকারীর ভয়াবহতা

Edited by_Sakib al Helal
জুলাই ২৩, ২০২১ ৬:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

আজকের খুতবা

আলোচকঃ হাফেজ মোঃ নূর হোসেন,ফেনী 

 

 

মানুষের পিছু পিছু কথা বলনা
মানুষকে ভালোবাসো গীবত করনা।

কুরআনের আয়াত সমূহ,,
১) সূরা হুজরাত আয়াত ১২,২
২) সূরা বনী ইসরাইল আয়াত ১৩
৩) সূরা কাহাফ আয়াত ৪৯
৪) সূরা কালাম আয়াত ১১
৫) সূরা হুমাজাহ আয়াত ১
৬) সূরা নিসা আয়াত ৪৮
৭) সূরা মুমিনুন আয়াত ৩
৮) সূরা কফ আয়াত ১৮
তাফসীর পড়ুন প্রিয়দ্বীনি ভাইয়েরা,
নুরুল কুরআন,ইবনে কাসীর,তাফহীমূল কুরআন

প্রিয় রাসূলের প্রিয়বাণী,,,
১) আবু হুরায়রা রাঃ বর্ণনা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তিচুপ থাকবে অযথা কথা বলেনা সে ব্যক্তি নাজাত পাবে।বুখারীর।
২) হযরত আবু সাঈদ খুদরী রাঃ হতে বর্ণিত রাসূল সাঃ বলেছেন,গীবত হল ব্যভিচারের চেয়েও মারাত্মক। সাহাবাগণ বললেন,হে আল্লাহ রাসূল! গীবত কি করে ব্যভিচারের চেয়ে মারাত্মক? হুযুর সাঃ বললেন কোন ব্যক্তি যেনা করার পর যখন তওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করেন।কিন্তু গীবত কারীকে যার গীবত করা হয়েছে সে যদি মাফ না করে আল্লাহ মাফ করবেন না।বায়হাকী।
৩) হযরত হুযাফা রাঃ হতে বর্ণিত, নবী করীম সাঃ বলেছেন, চোগলখোর বেহেশতে প্রবেশ করবেনা।বুখারী মুসলিম।
৪) হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাঃ হতে বর্ণিত নবী করীম সাঃ বলেছেন চোগলখোরী করতে নিষেধ করেছেন,অনুরুপভাবে তিনি গীবত বলা ও গীবত শোনা থেকেও লোকদের নিষেধ করেছেন।বুখারী।
৫) হযরত আবু হুরায়রা রাঃ হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাঃ বলেছেন উত্তম ধারণা কর উত্তম ধারণা হল উত্তম ইবাদাত।বুখারী।
গীবতকারী সমালোচনার ধ্বংসলিলা,,
১) ভয়ংকর মহামারির মত ঘেরে আছে প্রতিটি মানুষের মুখে মুখে অপরের নামে গীবত আর চোগলখোরি,,,
২) গীবত আরবী শব্দ যা নিন্দা করা কুৎসারটায় যা আগুনের জালাই আর সমালোচনা কারীরা চতুরদিক ছড়িয়ে দে,,,
৩) অগনীত মানুষ আছে ছোট কি বড় গীবত আর অপরের চোগলখোরি না করলে পেটের ভাত হজম হয়না,,,
৪) যে সকল মানুষেরা সত্য কথা বলেনা মিথ্যা আর অযথা কথা বলে তারা হল বোবা শয়তান,,
৫) যারা বিবেককে তালামেরে দিয়েছে, অন্তরকে মহুর মেরে দিয়েছে, চোখের উপর পর্দা পেলে দিয়েছে, তারা কি দেখেনা? অনেক মানুষ বোবা, প্রতিবন্ধি,অন্ধ,শ্রবনহীন,পাগাল,,,,
৬) ১৮ হাজার মাখলুকাতের মধ্যে এক মাত্র শুধু মাত্র মানুষকে আল্লাহ পাক কথা বলার যোগ্যতা দান করেছেন,,,
৭) ভাষা গবেষকেরা বলেন দৈনিক ১ জন মহিলা ৭ হাজার শব্দ উচ্চারন করেন আর পুরুষেরা ২ হাজার শব্দ উচ্চারন করেন, তার মধ্যে বেশিরভাগ কথা অপ্রয়োজনীয় আর গীবত,,,,
৮) আপনে একবার ভাবুন টাকা খরচ করতে আপনে অনেক হিসাব আর চিন্তায় ভেঙেপড়েন,ঠিক তেমনি ভাবে যদি কথা বলার সময় চিন্তা করতেন টাকার মতন করে তাহলে আমার আপনার দ্বারা কোন ধরনের গীবত সমালোচনা হতনা কখনোই,,,
৯) মানুষ ছাড়া অন্যপ্রাণী গুলো সৃষ্টি গুলো ২৪ ঘন্টা আল্লাহর তাসবীহ জ্বপে,,,
১০) যে সময়টাতে আপনে আমি গীবত করা নিয়ে ব্যস্ত ঠিক ঐ সময়টাতে প্রতি ১ সেকেন্ড ৫ জন মানুষ দুনিয়া ছেড়ে পরকালে চলে যায়,,,
১১) আল্লাহ পাক বলেন গীবত কারী চোগলখোর ধ্বংস অনিবার্য,,,
১২) রাসূল সাঃ একদিন কবরের পাশে দিয়ে যাচ্চেন তখন কবর থেকে আওয়াজ আসতেছে রাসূল সাঃ সাথেদেরকে বললেন এই কবরবাসী দুনিয়াতে মানুষকে কষ্টি দিয়েছে গীবত আর চোগলখোরি করেছে,,,
১৩) রাসূল সাঃ বললেন যে গীবত করলো সে তার মৃত ভাইর গোস্ত খেল,,,
১৪) ইসলামের প্রথম খলিফা আবু বকর রাঃ রাসূল সাঃ সামনে এক সাহাবীর গীবত করছেন তখন রাসূল সাঃ বলেন আবু বকর তোমার দাঁতে হাত দাও দেখ গোস্ত আবু বকর বলল ইয়া রাসূলাল্লাহ আমিতো আজকে গোস্ত খায়নি তাহলে রাসূল সাঃ তুমি এ মাত্র তোমার ভাইর নামে গীবত করেছো তাই গোস্ত,,,,,
১৫) রাসূল সাঃ মেরাজ ৬২০ সালে জাহান্নামে দেখেন অনেক মহিলা তখন ফেরেস্তা বলে এ মহিলা দুনিয়াতে বেশি সমালোচনাকারী আর গীবতলারীরা,,,
১৬) হত্যা,যেনার চেয়েও বেশি ভয়ংকর গীবত করা,,,
১৭) মুখের হাতের, চোখের,পায়ের অন্তরের দিয়ে গীবত সমালোচনা হয়,,,
১৮) গীবত আর চোগলখোরি বলনে ওয়ালা শোনলেওয়ালা দেখনিওয়ালা সবাই গুনাহগার হিসাবে সব্যাস্ত,,,
১৯) আপনে আমার প্রতিটি কথা সম্মানীত ফেরেস্তারা লিপিবদ্ধ আর রেকর্ড করছে যেমন সেমকার্ড,মেমোরিকার্ড,পেজবুক,ইউটিব,,,,
২০) গীবত আর সমালোচনার ধ্বংসর হাত থেকে বাঁচার ৪ টি উপায় ১, ঈমান আনলে২, সৎকাজ করলে৩, সৎকাজের আদেশ দিলে,৪, ধৈর্যধারণ করা,,,
২১) নারীদের জন্য জান্নাত ওয়াজিব হবে ৩ টি কাজ করলে, ১, পর্দা করলে২, ইবাদাত করলে, ৩, স্বামীর খেদমত করলে,,,
২২) আল্লাহ পাক রহমত তুলে নিবেন ৩ টি কাজ করলে ১, শুকরিয়া আদায় না করলে২, মিথ্যা কথা গীবত করলে ৩, নামাজ না পড়লে,,,,
২৩) গীবত করা মানুষ গুলো সবচেয়ে বেশি ভয়ংকর,,,
২৪) অমায়িকী ব্যবহার যার মুখে আছে
পৃথিবীও হৃণী হয় ঠিক তার কাছে
ব্যবহার জয় করে মানুষ মন
পরাজিত হয় যায় অস্ত্র তখন
বিনয়ের অপুরাণ সত্যি থাকে,,,

যদি কোন ভুল দেখেন
অনুগ্রহপূর্বক ধরিয়ে দেবেন।

সকল আলোচনা পেতে সাথে থাকুন
H MD ALOCHONA

জিলহাজ্ব ১২ তাঃ হিঃ ১৪৪২
শ্রাবন ১২ তাঃ সন ১৪২৮
জুলাই ২৩ তাঃ সাল ২০২১।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।