ঢাকামঙ্গলবার , ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

সাঃ মাদানী জীবন ও ইতিহাস।

Edited by_Sakib al Helal
জুলাই ২, ২০২১ ৫:২০ পূর্বাহ্ণ
Link Copied!

আজকের আলোচকঃ

হাফেজ মোঃনূর হোসেন,ফেনী

 

ও মদীনার ভূল ভূলি
তোমার নামের ফুলতুলি
যতন করে হৃদয় মাঝে
একা একা নিরিবিলি।

কুরআনের আয়াত সমূহ।

১) সূরা আনফাল আয়াত ১৬
২) সূরা তাওবা আয়াত ১০০
৩) সূরা জুমাআ আয়াত ২
৪) সূরা হজ্জ আয়াত ৪১
৫) সূরা মায়েদা আয়াত ৩
৬) সূরা ইবরাহীম আয়াত ৭
৭) সূরা আনফাল আয়াত ২,৭৫
৮) সূরা দোহা আয়াত ৪,৫
৯) সূরা ইনশাহ আয়াত ৩-৬
তাফসীর হিসাবে সহায়ক, মারেফুল কুরআন,ইবনে কাসীর,নুরুল কুরআন,তাফহীমূল কুরআন।

প্রিয়নবীর প্রিয়বাণী।

১) হযরত আনাস বিন মালিক রাঃ বর্ণনা করেন, তিনি বলেন আমি দুটি দিন দেখেছি ১টি হল সবচেয়ে উজ্জল ও আনন্দের দিন তা হল রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাঃ মদীনার আগমনের দিন,অন্য দিনটি হল দুঃখ ও কষ্টভরা দিন তা হল রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের দিন।বুখারী।
২) হযরত আবু আইয়ূব আনসারী রাঃ বর্ণনা করেন তিনি বলেন, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনাবাসি কেমন ভালোবাসতো,আমার ঘরে রাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন, হঠ্যাৎ পানির পাত্র মেজেতে পড়ে গিয়েছিল, পানি যদি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভিজিয়ে দে আমার খুব চিন্তা ও পেরেশানে পড়ে গেলাম। আমাদের কাছে একটিমাত্র কম্বল ছিল তখন সে কম্বলটা দিয়ে মেজের পানি শুকালাম,সে আমি আর আমার স্ত্রী কম্বল ছাড়া ঘুমালাম।
৩) যায়েদ বিন সাবিত রাঃ বলেন আমি মদীনার ১ম ব্যক্তি যে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য খাবার উপহার নিয়ে আসলাম দুধ,মাখন,রুটি,তখন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদেরকে নিয়ে খেলেন,এভাবে আনসারীরা ৭ মাস ছিলেন আনসার ৭ মাস পর্যন্ত উপহার নিয়ে আসতে থাকে।
৪) আব্বাস রাঃ বলেন,আদম আঃ থেকে শুরু করে অহী নাযিল সিলসিলা মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জারি ছিল এর মাধ্যমে মদীনার তার পরিসমাপ্তি ঘটে,এবং আল্লাহ প্রেরিত ইলাহি বিধানের পুর্নাঙ্গভাবে বাস্তবায়ন হয়। বুখারী।
৫) রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন তার অনুসারীদের জন্য, হে আল্লাহ আখেরাতের আরাম ব্যতীত আর কোন আরাম নেই,অত এব তুমি আনসার ও মুহাজিরদের ক্ষমা করে দাও। বুখারী।
৬) রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করেন তার সাথেদের জন্য,হে আল্লাহ আখেরাতের কল্যানের ব্যতীত আর কোন কল্যান নেই অত এব তুমি আমার সাথ সহযোগীদেরকে সাহায্য সহযোগিতা করো।বুখারী।
৭)রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,যদি ১০ জন ইহুদী নেতা ঈমান আনতো তাহলে গোটা ইহুদী সম্প্রসম্প্রদায় আমার উপর ঈমান আনতো।মুসলিম।
৮) রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কাজে উৎসহ দেয়ার জন্য সাহাবীদেরকে বলেন এই বোঝা খায়বারের মোঝা নয়,হে আমাদের প্রভূ এই কাজ অতিব পুণ্যময় ও পবিত্র। মুসলিম।

গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত ইতিহাস।

১)কুরআনে সূরা সমূহ দুইভাগে ভাগ করা মক্কী আর মাদানী,মক্কী সূরা ৮৬ টি আর মাদানী সূরা ২৮ মোট ১১৪ টি সূরা,,,
২) নেয়ামতের শুকরিয়া আদায় করে ছিলো মদীনাবাসি আনসাররা,মক্কাবাসি আদায় করেনি তাই রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারক মদীনাতে,,,
৩) রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার বাড়ি মক্কায় আর নানার বাড়ি মদীনায়,,,
৪) রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিব বংশ কুরাইশ আর নানা আব্দুল ওয়াহাব বংশ নাজ্জাসী বংশ,,,
৫) ৬২২ থেকে ৬৩২ সাল পর্যন্ত মোট ১০ বছর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনার হায়াতে রাষ্ট্রপ্রধান দায়িত্বসহ সারা দুনিয়ায় ইসলাম দাওয়াত ছড়িয়ে দেন,,,
৬) হিজরত কালিন ৬২২ সওর পর্বতে ৩ দিন ৩ রাত অনস্থান করেন, তার পর আব্দুল বিন উরওয়ার মাধ্যমে দুটি উট আনান রওনা হলেন মদীনার দিকে,,,
৭) রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাহির হওয়ার সময় কান্না করতে করতে বাহির হয়েছেন, তখন রাসূল সাঃ বলেন কাবা তুমি আমাকে চিনেছো তোমার পাশের মানুষেরা আমাকে চিনে নাই,,,
৮) মক্কার কাফররা ঘোষনা করলো যে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আর আবু বকরকে ধরবে তাকে ১০০ উট উপহার দেয়া হবে,,,
৯) রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ নির্ণমান করেন ৬২২ সালে মসজিদে কুবা, সেখানে আবু বকর রাঃ সহ ছিলেন ১০ দিন,,,
১০) রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর উট গিয়ে বসেন বনু নাজ্জাসির গোত্রে, সাহাল ও সোহেল এর জায়গায় সেখানে মসজিদে নববী নির্মাণ করে৬২২,,,
১১) রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা পৌছার পর পর তিন আলোচনা করেন ১, মসজিদ নির্ণমান ২, আনসার আর মুহাজিরদের ঈমানের ভিত্তি, ৩, মুসলিমদের সাথে ইহুদীদের চুক্তি,,,
১২) মদীনাকে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে তুলেন ইসলামী রাষ্ট্র, আল্লাহভীতু,আল্লাহ আনুগত্য,তাকওয়া পরহেযগারী,নৈতিক পবিত্র, উত্তম সামাজিকতা,সুবিসার ইনসাফ, মানবীয় সাম্য,ধনীদের বদ্যনতা,গরীবদের জন্য সুষ্ঠ সামাজিক নিরাপত্তা, ওয়াদারক্ষা, সাদা কালো উচু নিচু সকল ভাদাভেদ দূর করেন,শান্তির রাষ্ট্র গড়ে তুলেন,,,
১৩)যে খানে মাটি আছে সেখানে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বনি উচ্চারিত হবে এক মহত্ত্ব বন্ধ হবেনা,,,
১৪) হযরত সাঈদ রাঃ বর্ণনা করেন জিবরাইল আঃ বলেন আল্লহ পাক বলেন যেখানে আমার নাম উচ্চারিত হবে সেখানে মুহাম্মদ সাঃ নাম উচ্চারিত হবে,,
১৫) মদীনা থেকে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় ৯০ টা যুদ্ধ পরিচালনা করেন,উল্লেখযোগ্য ৬২৪ বদর ৬২৫ উহুদ ৬১৭ খন্দক,,,
১৬) ৭০ জন ইহুদী মদীনায় রাষ্ট্র পরিদর্শন করার জন্য আসেন বিভিন্ন রাষ্ট্র থেকে তারা মদীনার রাষ্ট্রনীতি পরিচালনা দেখে অবাক হয় গেলো,,,
১৭) মদীনা মসজিদে একজন ইহুদী প্রস্রাব করে দিলো তখন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি পরি সে সাহাবী রাসূল সাঃ আচরব দেখে মুসলামান হয় গেলো,,,
১৮) মদীনায় ৪ টি দল বসাবাস করতো ১, পৌত্তলিক ২, ইহুদী ৩, নাসার ৪, খাজরাজ,,,

১৯) তোমার আগমনে মুক্তি পেলো
তোমার আগমনে সুপথ পেলো
আঁধারে থাকা মানব কুল
হে প্রিয় রাসূল হে প্রিয় রাসূল।
তোমার আগমনে মুক্তি পেলো
আউসে এবং খাজরাজ
তুমি শিখালে যুদ্ধ ছাড়া
কি করে বাঁচে এই সমাজ
জাহ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।