আজকের জুমার আলোচনা।
আলোচক:
হাফেজ মাওলানা মোঃনূর হোসেন,ফেনী
কুরআনের পাতা খুলে পড় একে একে আমলের খাতা ভরো হরফের নেকে হাদীসের বাণী পড়ে ভরে নাও মন ইবাদাতে কেটে যাক দিবানিশীক্ষণ। কুরআনের বাণীসমূহ। ১) সূরা ফাতেহা আয়াত ৪ ২) সূরা বনী ইসরাঈল আয়াত ৪৪ ৩) সূরা ত্বহা আয়াত ৫০ ৪) সূরা নূর আয়াত ৪১ ৫) সূরা আনকাবুত আয়াত ৫৯ ৬) সূরা হিজর আয়াত ৯৮, ৯৯ ৭)সূরা মমিন আয়াত ১১৫,১১৮ ৮) সূরা জুমা আয়াত ১ ৯) সূরা সফ আয়াত ১ ১০) সূরা হাদীত আয়াত ১ ১১) সূরা জুমা আয়াত ১ ১২) সূরা হাশর আয়াত ১ তাফসীর পড়ুন, তাফহীমূল কুরআন,ইবনে কাসীর,নুরুল কুরআন,জালালাইন। প্রিয় হাদীসের বাণীসমূহ। ১) রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন সর্বোত্তম নফল ইবাদাত জিকির হলো কুরআন।বুখারী। ২) রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন নামাজ আমার আর বান্দার মাঝে দু ভাগে বিভক্ত। অর্ধেক আমার জন্য আর …