আজকের ১-১০-২১ জুমার খুতবা,,
আলোচকঃ হাফেজ মাওঃ মোঃ নূর হোসেন,ফেনী
পাপ করেছো ক্ষমাচেয়ে নাও
হতাশ তুমি হয়োনা
রবের কাছে ক্ষমাচেয়ে নাও
ক্ষমা করে দেবেন দয়াময় দয়াময়।
(মহা সংবিধান কুরআন)
১)সূরা জুমার আয়াত ৫৩,৫৫
২)সূরা বাকারা আয়াত ১৫২,২৮৫
৩)সূরা ইমরান আয়াত ১৩৯
৪)সূরা রদ আয়াত ৬
৫)সূরা হিজর আয়াত ৪৯
৬)সূরা ইউসুফ আয়াত ৮৭
৭)সূরা ইনশারাহ আয়াত ৬
৮)সূরা হিজর আয়াত ৫৫
তাফসীর হিসাবে সহায়ক,তাফসীরে ইবনে কাসীর,নূরুল কুরআন,মারেফুল কুরআন,
তাফসীরে তাফহীমূল কুরআন।
(প্রিয় বিল্পবী বাণী)
১)হযরত উমর রাঃ থেকে বর্ণিত একদিন উমর রাঃ রাসূল সাঃ দরবারে গেলেন, গিয়ে দেখতে পেলেন রাসূল সাঃ কাঁদছেন তখন উমর রাঃ জিজ্ঞাস করলেন ইয়া রাসূলাল্লাহ সাঃ কাঁদছেন কেন? তখন রাসূল সাঃ বললেন আমার কাছে কিছুক্ষণ আগে জিবরাইল আঃ আসলো এবং বললেন ইসলামের উপর থেকে যে সকল মানুষ গুলো চুল দাড়ি পাকালো কিয়ামতের দিন লোক গুলোকে শাস্তি দিতে আমার শরম করবে! উমর রাঃ বললেন ইয়া রাসূলাল্লাহ উম্মতের জন্য কত বড় খোশ খবর আপনে কাঁদছেন, রাসূল সাঃ বললেন আমি তার জন্য কাঁদছিনা আমি কাঁদছি ভিন্ন কারণে আল্লাহ পাক দাড়ি চুল পাকালোক গুলোকে শাস্তি দিতে শরম করবে আর দাড়ি চুল পাকালোক গুলো আল্লাহর সাথে নাফর মানি করতে শরম করেনা।বুখারী।
২) হযরত ইবনে আব্বাস রাঃ হতে বর্ণিত কিছু লোক ছিল,যারা অন্যায় হত্যা করেছিল এবং অনেক করেছিল।আরও কিছু লোক ছিল,যারা ব্যভিচার করেছিল এবং অনেক করেছিল। তারা এসে রাসূল সাঃ এর কাছে আরজ করল আপনি যে ধর্মের দাওয়াত দেন,তা তো খুবই উত্তম, কিন্তু চিন্তার বিষয় হল এই যে, আমরা অনেক জঘন্য গোনাহ করে ফেলেছি।আমরা যদি ইসলাম গ্রহন করি,তবে আমাদের তাওবা কবুল হবে কি? এর পরিপ্রেক্ষিতেই আয়াত নাযিল হয় সূরা যুমার আয়াত ৫৩,বুখারী ৪৮১০।
৩)হযরত উমর রাঃ থেকে বর্ণিত তিনি বলেন গোনাগারদের জন্য এই আয়াতটি পবিত্র কোরআনের সর্বাধিক আশাব্যন্জক আয়াত।
(শিক্ষামূলক ইতিহাস)
১)ধৈর্য ধারণ করার শক্তি
দাগো মেহেরবান আমায়
বুকের ভিতর ব্যথার নদী
বয়েছে অবিরাম।
২)রাসূল সাঃ বলেন বান্দা যখন গুনাহর ও জাহান্নামের ভয় কাঁদে আল্লাহ পাক বান্দার শাস্তি ও গুনাহ মাফ করে দে,,
৩)আল্লাহ পাকের ১০০ টি রহমত থেকে ১ টি রহমত দুমিয়ায় বন্টন করছেন আর বাকি ৯৯ টি রহমত আল্লাহর হাতে রেখে দিয়েছেন,১ টি রহমত আদম আঃ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষের মাঝে বন্টন করে দিয়েছেন,,,
৪)পিতা মাতার সাথে সন্তান যদি কোন অন্যায় করে ক্ষমা করে ক্ষমার জন্য ডাকেনা আর আল্লাহ বান্দাকে ক্ষমা করে ক্ষমার জন্য ডাকেন,,
৫)১ টি রহমত পেয়ে সারা পৃথিবী এতো অস্থির যেমন বাবা মা সন্তান স্ত্রী মানবকুল তামাম প্রাণীকুল, আর বাকি ৯৯ টি রহমত আল্লাহর কাছে,,
৬)বান্দা শত শত পাপ করে জানা অজানা বিশ্ববিদ্যালয়,কলেজে,অফিসে,ছোট বড় কতো পাপ করে সুদখায় ঘোষখায়! হতাশ না হয়ে তাওবা করো ক্ষমাচাও আল্লাহ পাক ৯৯ টি রহমত গুনে ক্ষমা করে দিবেন,,
৭)মানুষ যতো গোপনে পাপ করুক তার পরেও ৪ জন সাক্ষী থাকে ১,পাপকারী ২,আল্লাহ ৩,ডান কাঁধের ফিরাস্তা ৪,বাম কাঁদের ফিরাস্তা,,
৮)হতাশা বান্দা,দুঃখী বান্দা,পাপী বান্দা,অশান্তিকারী বান্দা,লাইনচ্যুত বান্দা,যদি হতাশা না হয়ে আল্লাহর কাছে পিরে এসে ক্ষমাচায়ে তাওবা করে আল্লাহ বান্দাকে মাফ করে দেবেন,,,
৯)তোমারী রহম ছাড়া বাঁচা বড় দায়ী
প্রতিদিনে প্রতিক্ষণে
জড়িয়ে রাখোগো আমায়
কতো শত ভূল মাফ করে দাও
জানা কি অজানা।
১০)পৃথিবীর সকল দরজা বন্ধ হলেও আল্লাহ পাকের দরজা বান্দার জন্য সারাক্ষণ সবসময় খুলা,,
১১)পৃথিবীর সকল মানুষের ভালোবাসা দয়ার মধ্যে স্বার্থ নিহিত! আমার আল্লাহর ভালোবাসার মধ্যে কোন ধরনের স্বার্থ নিহিত নাই,,
১২)বিপদে মুসিবতে সহায়তা কর তুমি
দুঃখ বেদনায় শান্তনাও তুমি
হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকেউ
আল্লাহ তুমি তখন এসে গভির ভালোবেসে
কমিয়ে দিয়ো ব্যথার পাল্লা।
১৩)দুশ্চিন্তা, হতাশা,দুঃখ,দারিদ্র্যতার সুযোগ নে সবার শুক্র অভিশপ্ত শয়তান মানুষকে অশান্তি পাপের মধ্যে ঢেলে দেয়,,
১৪)রাসূল সাঃ বলেন বান্দার পাহাড় পরিমাণ পাপ গুনাহ হলে আল্লাহর রহমতের কাছে কিছুই না তাওবা করো ক্ষমাচাও মাফ করে দেবেন,,
১৫)রাসূল সাঃ বলেন বান্দা যখন পাপ কাজ করার নিয়ত করে তখন আল্লাহ পাক ফিরিস্তাদেরকে বলেন তোমরা ততক্ষণ গুনাহ লিখনা বান্দা যদি গুনাহ করে পেলে তখনো লিখনা দেখ বান্দা তাওবা করে ফিরে আসে কি না! ফিরে আসলে গুনাহ আর লেখনা, আল্লাহু আকবার,,
১৬)ইউসুফ আঃ কে যখন জুলেখা,সমাজ,দেশ যিনার করার মিথ্যা অপবাদ দিল এবং জেলে পাঠালো ৭ বছর জেল জুলুম নির্যাতন সহয্য করল তার পর ইউসুফ আঃ হতাশা হয়নি মনভাঙনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন সাহায্য পেয়েছেন কোটে যখন তুললো নবী আঃকে তখন গায়বি ভাবে সাহায্য ফয়সালা বিজয় হয়ে গেলো,,,
১৭)মূসা আঃ কে যখন ফিরাউনের জালিম জাতিরা সমাবেশে ডেকে এনে এক ব্যভিচারী মহিলা দিয়ে অসম্মান অপমান করালো তখন মূসা আঃ হতাশা না হয় আল্লাহর সাহায্য রহমত চেয়েছেন সাথে সাথে সমাবেশে সে ভাড়া করা পাপী মহিলাটি সত্যটা জাতির সামনে প্রকাশ করে দিয়েছেন,,
১৮)সোয়ালক্ষ পয়গাম্বর সবায় তাদের জাতির কাছে মিথ্যা অপবাদ নির্যাতনে শিকার হয়েছেন তার পরেও হতাশ হয়নি সাহায্য চেয়েছেন বিশেষ ভাবে আল্লাহ পাকের সাহায্য পেয়েছেন,,,
১৯)বনী ইসরাঈল এক লোক ৯৯ জন লোককে হত্য করে ছিল হতাশ না হয় তাওবা আর সঠিক রাস্তার জন্য খৃষ্টান এক পাদ্রীর কাছে গেলো তখন পাদ্রী বলল ক্ষমা হবেনা তখন পাদ্রীকেও হত্যা করলো! তার পর গেলে মুসলামের এক আলেম বুজুর্গকর কাছে তখন তিনি পথ বাতলে দিলেন পথের সন্ধান দিলেন, যখন বাহির হলেন সে হকের রাস্তার দিকে তখন পতিমধ্যে লোকটি মারা গেলো আসমানি ফিরাস্তারা এসে রুহনি টানাটানি লাগলো তখন জিবরাইল এসে বললো রাস্তা মাফ দেখ ভালোর দিক খারাফের দিক তখন মাফি দেখলো ভালোর দিকে জান্নাতের দিকে পা বেশি তখন জান্নাতের ফিরাস্তা রুহটাকে জান্নাতে নিয়ে গেলো সুবহানাল্লাহ,,,
২০)মূসা আঃ জামানায়ে এক মহিলা যিনা করেছে পেটে বাচ্চা হয়েছে, নিজের পাপের কথা বুঝতে পেরেছে হতাশ না হয় তাওবার জন্য ক্ষমার জন্য আসলো নবীর দরবারে তখন আঃ বললেন ক্ষমা হবেনা সাথে সাথে মুখ মলিন করে পিরে যাচ্ছে সাথে সাথে জিবরাইল আঃ আসলো আল্